প্রাইমারি টেট পরীক্ষার সম্ভাব্য প্রশ্নোত্তর: চতুর্থ সেট
অভিজিৎ ব্যানার্জি
১) ব্রেইল পদ্ধতি কার্যকর — দৃষ্টি সংক্রান্ত প্রতিবন্ধী ছাত্রদের জন্য।
২) মৌখিক প্রশ্ন হওয়া উচিত — সরল ও সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক।
৩) এক জন দরিদ্র মেধাবী ছাত্র ফি দিতে না পারলে — প্রধান শিক্ষককে বলে তার ফি মুকুব করার চেষ্টা করবেন।
৪) ভালো শিক্ষক তিনি — যিনি ছাত্রের আবেগ, অনুভূতি বোঝেন।
১) কোনো ভগ্নাংশের হরের সঙ্গে 3 যোগ করলে ভগ্নাংশটির মান 1/2 হয় এবং লবের সঙ্গে 2 যোগ করলে ভগ্নাংশটির মান 1 হয়। ভগ্নাংশটি কত?
উত্তর — 5/7
২) বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের তিনগুণ। 15 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হবে। পিতার বর্তমান বয়স কত?
উত্তর — 45 বছর
৩) সমষ্টি নির্ণয় কর —
3+7+11+15+—–+95 =?
উত্তর — 1176
৪) A:B = 2:3 B:C = 4:5, C:D=7:9 হলে A:B:C:D =?
উত্তর — 56:84:105:135
1) Meaning of group verb
come round — recover.
2) Meaning of idiom
by and large — mostly.
3) Single word for a group of words
The house of a gypsy — caravan.
4) Tranformation of sentence
simple — you must avoid fat to lose weight.
compound — you must avoid fat or you will not lose weight.
১) চিরাচরিত শক্তির উৎস — কয়লা ও খনিজ তেল।
২) কার্বোনিফেরাস যুগে — কয়লার উৎপত্তি হয়েছিল।
৩) একটি দূষণহীন শক্তির উদাহরণ — বায়ুশক্তি।
৪) জীবাশ্ম জ্বালানির একটি ক্ষতিকারক প্রভাব — বিশ্ব উষ্ণায়ন।
৫) পারমাণবিক শক্তির কাঁচামাল হল — ইউরেনিয়াম।
১) কারক নির্ণয় –
দুঃখের পিছে সুখ (অধিকরণ কারক)।
২) পদ পরিবর্তন –
শুচি –– শুচিতা।
৩) লিঙ্গ পরিবর্তন –
ঋষি –– ঋষি-পত্নী।
৪) সমার্থক শব্দ –
মার্তণ্ড — সূর্য।