Friday, September 30, 2016

Application for Qualified Candidates of TET 2014 Examination Online apply

কি করে ফর্ম ফিলাপ করবে প্রাইমারি টেটের  

Please note, your Roll Number is a vital information which should be correctly filled in by you at the time of REGISTRATION. You are advised not to send us request for scrutiny of your application form or change of any entered details. The same will never be entertained. It is your duty to correctly fill and submit your application form into the portal. DO NOT USE SMART PHONE FOR FILLING UP OF YOUR ONLINE APPLICATION FORM. THE FORM SUBMISSION PORTAL MAY NOT RESPOND PROPERLY AND YOU WILL LAND UP FILLING INCORRECT PARTICULARS.

Important Dates

  • Start date of Application filling and payment
  • 30-09-2016

  • End date of Application filling and payment
  • Online mode:07-10-2016

প্রথমে ফর্ম ফিলাপ করার আগে আপনার রোল এবং মোবাইল নং চাইবে, তারপর ফোনে একটা এস এম এস যাবে, যার মধ্যে OTP NO. থাকবে। এবার আপনার email address দেবেন, email এ user id এবং password চলে যাবে। এবার আপনি চাইলে এখনি সেই id এবং password দিয়ে আপনার details register করাতে পারেন। এবার আপনার details এর মধ্যে যে বিষয় গুলি দিতে হবে, তা বলছি-
1)APPLICATION ID
2)ROLL NUMBER 
3)NAME 
4)DATE OF BIRTH 
5)FATHER'S/HUSBAND'S NAME
6)ADDRESS
7)DISTRICT
8)PIN
9)PREFERRED DISTRICT(একটাই করা যাচ্ছে,ভেবেচিন্তে সিলেক্ট করবেন,আর চেঞ্জ করা যাবেনা)
10)CLASS X (WITHOUT ADDITIONAL)
11)CLASS X (WITH ADDITIONAL)
12)CLASS XII (WITHOUT ADDITIONAL)
13)CLASS XII (WITH ADDITIONAL)
14)TRAINING EXAMINATION
15)GRADUATE (এখাণে বলা থাকবে yes or no
যদি YES দেন তাহলে university এর নাম উল্লেখ করতে হবে।)
এরপর একটা preview print করতে হবে, এবং আপনার ফর্ম register হয়ে যাবে,
তারপর আপনার user id এবং password দিয়ে আপনি পরেও টাকা জমা অর্থাৎ online payment করতে পারেন।
তবে online payment এখনি না করাই ভালো, কারণ এখন করতে গিয়ে খুব হ্যাপা পোহাতে হচ্ছে। payment succesfull হচ্ছে কিন্তু application form print হচ্ছে না। আমি অনেক কায়দা করে তারপর final application form print করেছি।
payment succesfull হলে আপনার কাছে একটি, email চলে আসবে।
এখনো payment করলে কোনো অসুবিধা নেই, কারণ পরেও প্রিন্ট করা যাবে।
মূলত যে সমস্যাটি হচ্ছে তা হল, print গুলি .blob format এ সাজানো আছে, .pdf এ নেই। আশা করি কিছুদিন পরেই .pdf এ থাকবে, তবে চিন্তার কোনো কারণ নেই।
ধন্যবাদ...।।

প্রথমে ফর্ম ফিলাপ করার আগে আপনার রোল এবং মোবাইল নং চাইবে, তারপর ফোনে একটা এস এম এস যাবে, যার মধ্যে OTP NO. থাকবে। এবার আপনার email address দেবেন, email এ user id এবং password চলে যাবে। এবার আপনি চাইলে এখনি সেই id এবং password দিয়ে আপনার details register করাতে পারেন। এবার আপনার details এর মধ্যে যে বিষয় গুলি দিতে হবে, তা বলছি-1)APPLICATION ID2)ROLL NUMBER 3)NAME 4)DATE OF BIRTH 5)FATHER'S/HUSBAND'S NAME6)ADDRESS7)DISTRICT8)PIN9)PREFERRED DISTRICT10)CLASS X (WITHOUT ADDITIONAL)11)CLASS X (WITH ADDITIONAL) 12)CLASS XII (WITHOUT ADDITIONAL) 13)CLASS XII (WITH ADDITIONAL) 14)TRAINING EXAMINATION15)GRADUATE (এখাণে বলা থাকবে yes or noযদি YES দেন তাহলে university এর নাম উল্লেখ করতে হবে।)এরপর একটা preview print করতে হবে, এবং আপনার ফর্ম register হয়ে যাবে,তারপর আপনার user id এবং password দিয়ে আপনি পরেও টাকা জমা অর্থাৎ online payment করতে পারেন।তবে online payment এখনি না করাই ভালো, কারণ এখন করতে গিয়ে খুব হ্যাপা পোহাতে হচ্ছে। payment succesfull হচ্ছে কিন্তু application form print হচ্ছে না। আমি অনেক কায়দা করে তারপর final application form print করেছি।payment succesfull হলে আপনার কাছে একটি, email চলে আসবে।এখনো payment করলে কোনো অসুবিধা নেই, কারণ পরেও প্রিন্ট করা যাবে।মূলত যে সমস্যাটি হচ্ছে তা হল, print গুলি .blob format এ সাজানো আছে, .pdf এ নেই। আশা করি কিছুদিন পরেই .pdf এ থাকবে, তবে চিন্তার কোনো কারণ নেই।

1 comment: