প্রাইমারির শিক্ষক নিয়োগে তৃণমূলের স্বজনপোষণ ?
Published 07-Mar-2017 20:19 IST
বিরোধীদের প্রশ্ন, যদি মেধার ভিত্তিতেই চাকরি হয়ে থাকে তাহলে শুধু তৃণমূল নেতাদের আত্মীয়রা চাকরি পেল কেন ? মেধা কি শুধুই শাসকদলের অন্দরে ? অন্য রাজনৈতিক দলের অনুগত বেকারদের কি মেধা নেই ? জলপাইগুড়ি সদর DYFI জ়োনাল সম্পাদক দীপশুভ্র সান্যাল বলেন, “প্রথমত, পদে থেকে নিজের এক আত্মীয়কে চাকরির নিয়োগপত্র দিয়েছেন খোদ সংসদ চেয়ারম্যান। মেধার ভিত্তিতেও যদি ওই আত্মীয় চাকরি পেয়ে থাকেন, তবুও এই ঘটনা অনৈতিক। চেয়ারম্যানের উচিত ছিল যেহেতু তাঁর আত্মীয় চাকরিপ্রার্থী তাই সাময়িকভাবে নিয়োগ প্রক্রিয়া থেকে সরে দাঁড়ানো। কিন্তু, তা হয়নি। দ্বিতীয়ত, রাজ্য সরকার লিস্ট না দিলেও আমরা দেখছি দেদারে তৃণমূল নেতাদের স্ত্রী, পুত্র, কন্যারা চাকরি পেয়েছেন। সকলেই মেধার জোরে পেলেন কি না তা নিয়ে প্রশ্ন আছে। বিরোধীদের কি মেধা নেই ? সব মেধাই কি শাসকদলে রয়েছে ? এর উত্তর চাইছি আমরা।”
ইতিমধ্যে একটি লিফলেট ছড়িয়েছে সোশাল মিডিয়ায়। তাতে দেখা যাচ্ছে জলপাইগুড়িতে প্রাথমিক শিক্ষক পদে চাকরি পেয়েছেন সংসদ সভাপতি ধর্তিমোহন রায়ের দুই নিকট আত্মীয়। চাকরি হয়েছে জেলা তৃণমূল সহ সভাপতি দুলাল দেবনাথের ছেলে ও তার ঘনিষ্ঠ এক বান্ধবীর। চাকরি হয়েছে জলপাইগুড়ি পৌরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল সন্দীপ মাহাতর স্ত্রী রানি মাহাতর। চাকরি পেয়েছেন বিভিন্ন ব্লক সভাপতির স্ত্রী ও পুত্র-কন্যা, তৃণমূল পরিচালিত ছাত্র সংসদ সাধারণ সম্পাদকের আত্মীয়া, পঞ্চায়েত সমিতির সভাপতির নিকট আত্মীয়রা।
Published 07-Mar-2017 20:19 IST
ফাইল ফোটো
বিরোধীদের প্রশ্ন, যদি মেধার ভিত্তিতেই চাকরি হয়ে থাকে তাহলে শুধু তৃণমূল নেতাদের আত্মীয়রা চাকরি পেল কেন ? মেধা কি শুধুই শাসকদলের অন্দরে ? অন্য রাজনৈতিক দলের অনুগত বেকারদের কি মেধা নেই ? জলপাইগুড়ি সদর DYFI জ়োনাল সম্পাদক দীপশুভ্র সান্যাল বলেন, “প্রথমত, পদে থেকে নিজের এক আত্মীয়কে চাকরির নিয়োগপত্র দিয়েছেন খোদ সংসদ চেয়ারম্যান। মেধার ভিত্তিতেও যদি ওই আত্মীয় চাকরি পেয়ে থাকেন, তবুও এই ঘটনা অনৈতিক। চেয়ারম্যানের উচিত ছিল যেহেতু তাঁর আত্মীয় চাকরিপ্রার্থী তাই সাময়িকভাবে নিয়োগ প্রক্রিয়া থেকে সরে দাঁড়ানো। কিন্তু, তা হয়নি। দ্বিতীয়ত, রাজ্য সরকার লিস্ট না দিলেও আমরা দেখছি দেদারে তৃণমূল নেতাদের স্ত্রী, পুত্র, কন্যারা চাকরি পেয়েছেন। সকলেই মেধার জোরে পেলেন কি না তা নিয়ে প্রশ্ন আছে। বিরোধীদের কি মেধা নেই ? সব মেধাই কি শাসকদলে রয়েছে ? এর উত্তর চাইছি আমরা।”
ইতিমধ্যে একটি লিফলেট ছড়িয়েছে সোশাল মিডিয়ায়। তাতে দেখা যাচ্ছে জলপাইগুড়িতে প্রাথমিক শিক্ষক পদে চাকরি পেয়েছেন সংসদ সভাপতি ধর্তিমোহন রায়ের দুই নিকট আত্মীয়। চাকরি হয়েছে জেলা তৃণমূল সহ সভাপতি দুলাল দেবনাথের ছেলে ও তার ঘনিষ্ঠ এক বান্ধবীর। চাকরি হয়েছে জলপাইগুড়ি পৌরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল সন্দীপ মাহাতর স্ত্রী রানি মাহাতর। চাকরি পেয়েছেন বিভিন্ন ব্লক সভাপতির স্ত্রী ও পুত্র-কন্যা, তৃণমূল পরিচালিত ছাত্র সংসদ সাধারণ সম্পাদকের আত্মীয়া, পঞ্চায়েত সমিতির সভাপতির নিকট আত্মীয়রা।
এই ছবি ছড়িয়ে পড়েছে সোশাল মিডিয়ায়
বিরোধীদের প্রশ্নের জবাব দিয়েছেন জলপাইগুড়ি প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান ধর্তিমোহন রায়। তাঁর কথায়, “সংসদের নিয়মে কোথাও বলা নেই আত্মীয় চাকরিপ্রার্থী হলেই পদ থেকে সরে দাঁড়াতে হবে। তাছাড়া আমি পরীক্ষা নিইনি। আমার কাজ পোস্টিং দেওয়া। শুধু সেটুকু করেছি।” তৃণমূল নেতার আত্মীয়দের চাকরির প্রসঙ্গ উঠতেই তিনি বলেন, “শুধু তৃণমূল নেতা নয়, CPI(M) নেতাদের স্ত্রী, পুত্র, কন্যাদেরও চাকরি হয়েছে। জলপাইগুড়ির দেবজিৎ সরকার (প্রাক্তন সাধারণ সম্পাদক ও বর্তমান DYFI নেতা), পৌলমী মুখোপাধ্যায় (CPI(M) নেতার আত্মীয়, সুজাতা দেব (স্বামী গোপেন দেব CPI(M) নেতা), অরিন্দম সেন (CPI(M) নেতা), শুভম ঠাকুর, ইনজামুল হক, আজিজুল হক (CPI(M) নেতা), প্রসূন কর (CPI(M) নেতা), মৌমিতা চক্রবর্তী (বাবা বিশু চক্রবর্তী CPI(M) নেতা), এরা সকলেই চাকরি পেয়েছেন। আরও বহু CPI(M) কর্মী চাকরি পেয়েছেন। এর থেকেই বোঝা যাচ্ছে, শুধু তৃণমূল ঘনিষ্ঠ নয়, বিরোধীরাও চাকরি পেয়েছেন। সব বিরোধীদলের কর্মী, সমর্থকরাই চাকরি পেয়েছেন।” সংসদ সভাপতি আরও বলেন, “বিরোধীরা বেশি বাড়াবাড়ি করলে লিফলেট আকারে লিস্ট প্রকাশ করা হবে।”
প্রাইমারির তালিকা কেন প্রকাশ করা হচ্ছে না ? এ প্রশ্নের উত্তরে ধর্তিবাবু বলেন, প্রাইমারির তালিকা প্রকাশ করতে আমরা প্রয়োজন বোধ করছি না। কিছুদিন আগেই অবশ্য শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেছিলেন, “প্রত্যেকের কাছে তালিকা পাঠানো হয়েছে। তালিকা টাঙাতেও বলা হয়েছে।” তা সত্ত্বেও নির্দেশ কেন মানা হচ্ছে না সেই প্রশ্নের উত্তর অবশ্য মিলছে না।
প্রাইমারির তালিকা কেন প্রকাশ করা হচ্ছে না ? এ প্রশ্নের উত্তরে ধর্তিবাবু বলেন, প্রাইমারির তালিকা প্রকাশ করতে আমরা প্রয়োজন বোধ করছি না। কিছুদিন আগেই অবশ্য শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেছিলেন, “প্রত্যেকের কাছে তালিকা পাঠানো হয়েছে। তালিকা টাঙাতেও বলা হয়েছে।” তা সত্ত্বেও নির্দেশ কেন মানা হচ্ছে না সেই প্রশ্নের উত্তর অবশ্য মিলছে না।