Tuesday, December 27, 2016

দ্রুত শিক্ষক নিয়োগ সম্পূর্ণ করতে উদ্যোগ নিল রাজ্য সরকার

#কলকাতা: শিক্ষক সংকট কাটাতে এবার আদালতে ঝুলে থাকা মামলাগুলির দ্রুত নিষ্পত্তির আবেদন জানাতে চলেছে রাজ্য সরকার। জানুয়ারির প্রথম সপ্তাহেই এনিয়ে হাইকোর্টে আবেদন জানাতে চলেছে স্কুল সার্ভিস কমিশন। আদালতের সবুজ সংকেত পেলে জানুয়ারিতেই নবম-দশম ও একাদশ-দ্বাদশে নিয়োগের কাজ শুরু হবে বলে কমিশন সূত্রে খবর।
 জানুয়ারি থেকেই শুরু হচ্ছে নয়া শিক্ষাবর্ষ। অথচ, স্কুলগুলিতে শিক্ষক-শিক্ষিকার অভাব। নবম-দশম ও একাদশ-দ্বাদশে নিয়োগে একাধিক মামলা ঝুলছে আদালতে। ফলে বন্ধ নতুন শিক্ষক-শিক্ষিকা নিয়োগ। মামলার সেই কাঁটা সরাতে এবার হাইকোর্টে আবেদন জানাচ্ছে স্কুল সার্ভিস কমিশন।

No comments:

Post a Comment