Thursday, October 13, 2016

Admit Card for Interview of Primary TET-2014 Qualified Candidates

Primary TET Interview Admit Card; West Bengal Board of Primary Education has notified on 12/10/2016 for upcoming Document Verification and Interview/Viva-Voce & Aptitude Test. The Date, Time & Venue of scrutiny/verification of the testimonials and viva-voce/Interview and Aptitude Test for TET-2014 Qualified candidates will be available shortly. Candidates will also be intimated through registered email address and mobile no. 

Admit Card for Interview of Primary TET-2014 Qualified Candidates
#Update:-  Admit Card for Interview/Document Verification (venue Information with Schedule) is NOT PUBLISHED YET and it is in process and will be available shortly. We will update it here once available. Please stay in touch! Keep visiting this page frequently for to get admit card/venue information downloading link. Till then you are requested to go through the official notice as posted below.




Caution [Be Aware of a Fake Link Gone Viral in Facebook]: Candidates who are trying to get their Venue Information for Interview/Document Verification of TET-2014 Qualified Candidates by visiting this link (wbbpe.org/TETvenue.aspx) are strongly advised that NOT do so because you will get NOTHING bu an error as "Invalid object name dar.".

This link used to get exam center information for TET at an earlier time. Candidates who will be called for interview have already been qualified in Teacher Eligibility Test, so, there is no need to get your venue for TET. You should Look for Venue information regarding Interview/Document Verification Now which is not published yet. Do not worry about your venue information which will be published couple of days. Still not satisfied ? Okey let me tell you one thing > You may assume that DPSC Office located in District of your applied district will be your Venue for Interview/Document Verification and you will get your date for Interview/Document Verification from any date within 19th October, 2016 to 28th October,2016.

How this Occurred  ? Actually some Facebook Group Admins unknowingly posted the link in their group and helped that "FALTU" link going viral. Please Do not respond against such post!


Official Notice as published in the Official Website of West Bengal Board of Primary Education has been posted here.
প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউ ও ডকুমেন্টস ভেরিফিকেশনের ব্যাপারে পর্ষদ শুধুমাত্র একটি বিজ্ঞপ্তি জারি করেছে ১২/১০/২০১৬ তারিখে৷ এই বিজ্ঞপ্তি থেকে জানা গেছে যে টেট-২০১৪ পাস প্রার্থীদের প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউ ও ডকুমেন্টস ভেরিফিকেশন হবে ১৯ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত এবং সেই নোটিশে এগুলিও বলা আছে যে কি কি নিয়ে যেতে হবে ডকুমেন্টস ভেরিফিকেশনের সময়৷ সেই নোটিশ দেখতে এই লিঙ্কে ক্লিক করুন 
বি:দ্র:- প্রাইমারি ইন্টারভিউ/ডকুমেন্টস ভেরিফিকেশন কোথায় হবে ? কোন জেলার কোন তারিখে হবে ? সেই ব্যাপারে কোনো তথ্য এখনো প্রকাশ করা হয়নি৷ আসল কথা হলো এটি যে ভেন্যু ইনফরমেশন এখনো প্রকাশ করা হয়নি, গুজবে কান দেবেন না (ভেন্যু ইনফরমেশন/ এডমিট কার্ড থেকে জানতে পারা যাবে কবে, কোথায়, কোনসময়ে আপনার ইন্টারভিউ/ডকুমেন্টস ভেরিফিকেশন হবে)৷ ভেন্যু ইনফরমেশন/ এডমিট কার্ড পাওয়া গেলে যথা সময়ে জানতে পারবেন৷ কর্মবন্ধুর ফেসবুক পেজে ওয়েবসাইটে দেখতে থাকুন, জানতে পারবেন৷ এছাড়াও অনলাইন ফর্মফিলাপের সময় দেওয়া মোবাইল/ইমেলে জানতে পারবেন৷
অনুগ্রহপূর্বক, জনস্বার্থে এই পোস্ট শেয়ার করবেন৷


প্রাথমিক শিক্ষক নিয়োগের ডকুমেন্ট ভেরিফিকেশন ও ইন্টারভিউ সংক্রান্ত একটি পোস্ট
সমস্ত টেট-২০১৪ পাস প্রার্থীদের প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত ডকুমেন্ট ভেরিফিকেশন এবং ইন্টারভিউ সংক্রান্ত যে নোটিশ ১২/১০/২০১৬ তারিখে প্রকাশিত হয়েছে সেই সংক্রান্ত একটি পোস্ট৷
আমরা ইতিমধ্যেই জেনেছি যে প্রাইমারি টেট-২০১৪ পাস প্রার্থীদের ইন্টারভিউ / ডকুমেন্ট ভেরিফিকেশন হবে ১৯ অক্টোবর থেকে ২৮ অক্টোবর অবধি (প্রয়োজনে সময়সীমা বাড়তে পারে)৷ এই ইন্টারভিউ / ডকুমেন্ট ভেরিফিকেশন সম্পর্কিত অনেক প্রশ্ন উঠেছে সেগুলি নিচে আলোচনা করা হলো৷
প্রশ্ন) ১৯ থেকে ২৮ অবধি ইন্টারভিউ / ডকুমেন্ট ভেরিফিকেশন হবে সেটা তো জানলাম কিন্তু, এই তারিখের মধ্যে আমাকে কবে যেতে হবে, আর কোথায় যেতে হবে, আর কোন সময়ে যেতে হবে ?
কর্মবন্ধুর উত্তর)- ইন্টারভিউ / ডকুমেন্ট ভেরিফিকেশন এর জন্য কোথায়? কত তারিখে? কোন সময়ে? যেতে হবে সেটা এখনো পর্ষদ বলেনি, যথা সময়ে প্রার্থীদের দেওয়া মোবাইলে বা ইমেলে জানতে পারবেন৷ আপাতত এটা ধরে রাখতে পারেন যে উক্ত পরিসরে আপনি যে জেলার হয়ে আবেদন করেছিলেন সেই জেলার প্রাথমিক শিক্ষা পর্ষদের দপ্তরে যেতে হতে পারে ইন্টারভিউ / ডকুমেন্ট ভেরিফিকেশন এর জন্য৷
প্রশ্ন) কারা কারা ইন্টারভিউ / ডকুমেন্ট ভেরিফিকেশন ডাক পাবে ?
কর্মবন্ধুর উত্তর)- সমস্ত টেট-২০১৪ পাস প্রার্থীরা, যারা নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইন আবেদন করে টাকা জমা করেছেন, তারা সকলেই (ট্রেনিং থাক বা না থাক) ডাক পাবেন৷
প্রশ্ন) ইন্টারভিউতে বসার জন্য প্রথমে অনলাইন ফর্ম ফিলাপ করেছিলাম এবং সেই ফর্ম এ ভুল হয়েছে৷ পরে আবার ঠিক করে অনলাইন ফর্ম ফিলাপ করি, এখন প্রশ্ন ইন্টারভিউ তে কোনটা দেখাবো ?
কর্মবন্ধুর উত্তর)- লাস্ট যে ফর্ম টা সঠিকভাবে পূরণ করেছিলেন সেটি দেখাবেন৷
প্রশ্ন) আগে জেনারেল হিসেবে টেট দিয়েছি, বর্তমানে কাস্ট সার্টিফিকেট পেয়েছি! আমাকে কি জাতিগত সংরক্ষণের সুবিধা দেওয়া হবে ?
কর্মবন্ধুর উত্তর)- না৷ পূর্বের জাতিগত স্টেটাস হিসাবে যা দেওয়া ছিল সেটাই বলবৎ থাকবে, কারণ যদি পরিবর্তনের সুযোগ দেওয়া হত তাহলে অনলাইন ফর্ম ফিলাপের সময় সেটা চেঞ্জ করার অপসন থাকত এবং সেই অনুযায়ী ফী জমা হত৷ সম্প্রতি যে অনলাইন ফর্ম ফিলাপ হয়েছে সেই অনলাইন ফর্ম ফিলাপের সময় এরকম কোনো অপসন ছিল না৷
প্রশ্ন) ডকুমেন্ট ভেরিফিকেশন ও ইন্টারভিউ কি একই দিনে হবে ?
কর্মবন্ধুর উত্তর)- একই দিনে হবে, আগেও তাই হয়েছিল৷


To Know more visit given flowing Link :


http://www.jobnol.com/

www.karmabandhu.com








Share on Facebook  Google+  Twiter





2 comments:

  1. Original Tet admit haria gache, gd korechi, ar ki korte hbe? Plz help

    ReplyDelete
  2. Original Tet admit haria gache, gd korechi, ar ki korte hbe? Plz help

    ReplyDelete