HOW TO APPLY QUALIFIED Candidates of TET 2014 Examination STEP BY STEP
প্রথমে ফর্ম ফিলাপ করার আগে আপনার রোল এবং মোবাইল নং চাইবে, তারপর ফোনে একটা এস এম এস যাবে, যার মধ্যে OTP NO. থাকবে। এবার আপনার email address দেবেন, email এ user id এবং password চলে যাবে। এবার আপনি চাইলে এখনি সেই id এবং password দিয়ে আপনার details register করাতে পারেন। এবার আপনার details এর মধ্যে যে বিষয় গুলি দিতে হবে, তা বলছি- 1)APPLICATION ID 2)ROLL NUMBER 3)NAME 4)DATE OF BIRTH 5)FATHER'S/HUSBAND'S NAME 6)ADDRESS 7)DISTRICT 8)PIN 9)PREFERRED DISTRICT(একটাই করা যাচ্ছে,ভেবেচিন্তে সিলেক্ট করবেন,আর চেঞ্জ করা যাবেনা) 10)CLASS X (WITHOUT ADDITIONAL) 11)CLASS X (WITH ADDITIONAL) 12)CLASS XII (WITHOUT ADDITIONAL) 13)CLASS XII (WITH ADDITIONAL) 14)TRAINING EXAMINATION 15)GRADUATE (এখাণে বলা থাকবে yes or no যদি YES দেন তাহলে university এর নাম উল্লেখ করতে হবে।) এরপর একটা preview print করতে হবে, এবং আপনার ফর্ম register হয়ে যাবে, তারপর আপনার user id এবং password দিয়ে আপনি টাকা জমা অর্থাৎ online payment করতে পারেন।
No comments:
Post a Comment