#কলকাতা: প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউয়ের চুড়ান্ত দিন ঘোষিত হওয়ার পরও নিয়োগ নিয়ে কাটল না সংশয় ৷ নতুন করে কিছু জেলায় নিয়োগে নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা ৷ বৈঠকের পর মঙ্গলবার শিক্ষা দফতর ঘোষণা করে আগামী ২১ অক্টোবর থেকে শুরু হবে প্রাথমিক শিক্ষক নিয়োগের চুড়ান্ত পর্যায় ৷ ২২ অক্টোবর প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউ চলবে বাঁকুড়ায় ৷ এরপর ২৪ তারিখ মুর্শিদাবাদের পালা ৷
রাজ্যের আট জেলায় ইন্টারভিউ প্রক্রিয়া কবে শুরু হবে, সেই নিয়েই তৈরি হয়েছে সংশয় ৷ তমলুক, বর্ধমানের মন্তেশ্বর ও কোচবিহার লোকসভায় উপনির্বাচন হবে ১৯ নভেম্বর ৷ ফলে উপনির্বাচনের প্রক্রিয়া চলাকালীন আদর্শ আচরণবিধির জন্য ওই জেলাগুলিতে ইন্টারভিউ নেওয়া সম্ভব হবে না ৷ ওই রাজ্যগুলিতে কবে শিক্ষক নিয়োগের ইন্টারভিউ শুরু হবে তা নিয়ে এখনও নির্দিষ্ট করে কিছু জানায়নি শিক্ষা দফতর ৷ তবে আপাতত ওই জেলাগুলিতে নিয়োগ স্থগিত রাখা হবে বলেই ধরে নেওয়া যেতে পারে ৷ শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনার করে আগামী পদক্ষেপ কী হবে তা জানিয়ে দেওয়া হবে ৷
এছাড়াও আলিপুরদুয়ার, শিলিগুড়ি, মালদহ, দক্ষিণ দিনাজপুর ও হাওড়াতেও কবে থেকে ইন্টারভিউ শুরু হবে সেই নিয়ে কিছু জানায়নি প্রাথমিক শিক্ষা সংসদ ৷ গত ১২ তারিখ প্রাথমিক শিক্ষা সংসদের দেওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, ১৯ শে অক্টোবর থেকে ২৮ শে অক্টোবরের মধ্যে মার্কশিট, সার্টিফিকেট এবং টেস্টিমোনিয়াল যাচাই, ইন্টারভিউ-ভাইভা এবং অ্যাপ্টিটিউড টেস্ট নেওয়ার কাজ চলবে ৷ এরপরই ঘোষিত হবে শিক্ষক নিয়োগের চুড়ান্ত তালিকা ৷ কিন্তু উপনির্বাচন ও অন্তর্নিহিত সমস্যার কারণে এই জেলাগুলিতে নিয়োগ প্রক্রিয়া ঘোষিত সময়সীমার মধ্যে সম্পন্ন হওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে ৷ অন্যদিকে, প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে আবারও নতুন করে একটি মামলা দায়ের হয়েছে হাইকোর্টে ৷ মামলাকর্তার প্রশ্ন, মহরমের মতো ছুটির দিনে কেন এরকম গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ৷
সংসদ সূত্রে খবর, মঙ্গলবার রাত থেকেই টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের কাছে পৌঁছে যাবে এসএমএস ৷ তাতে লেখা থাকবে কোথায়, কখন ফাইনাল রাউন্ডের ইন্টারভিউ ও অ্যাপটিটিউড টেস্টের জন্য আসতে হবে ৷ এসএমএস-এর পাশাপাশি প্রার্থীদেরকে ইমেল-ও ডাক পাঠাবে শিক্ষা দফতর ৷ সংসদ সূত্রে জানানো হয়েছে, ২৮ তারিখের মধ্যে সমস্ত ইন্টারভিউয়ের প্রক্রিয়া শেষ হয়ে যাবে ৷
নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট সময়ে না আসলে বাতিল হয়ে যাবে আবেদনপত্র ৷ এদিকে সংসদ সভাপতি মানিক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, অনলাইনের মাধ্যমে যেসব টেট উত্তীর্ণ পরীক্ষার্থীরা আবেদন করেছেন তাঁরাই শুধু ডাক পাবেন ৷ এর ফলে অনেক পরীক্ষার্থী সফলভাবে টেট পরীক্ষায় পাশ করলেও ইন্টারভিউতে ডাক পাবেন না ৷
প্রাথমিকে শিক্ষকের শূন্যপদের সংখ্যা ৪২,৯৪৯টি ৷ আইনি ফাঁস মুক্ত হওয়ার পর দ্রুত শিক্ষক নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন করতে চাইছে পর্ষদ ৷
পর্ষদের ওয়েবসাইটে http://www.wbsed.gov.in/, www.results.nic.in ও www.wbbpe.org -এ নিয়োগের বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ৷ বিজ্ঞপ্তি অনুসারে সবথেকে বেশি শূন্যপদ রয়েছে বর্ধমান রিজিয়নে ৷ সেখানে মোট ৩ হাজার ২১টি শিক্ষক পদ শূন্য ৷
ফল প্রকাশের পরই বছর শেষ হওয়ার আগেই শিক্ষক নিয়োগ সম্পূর্ণ হবে বলে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ৷
যাদের ইমেইল / এস*এম*এস আসেনি তারা নিজের ১) অ্যাপ্লিকেশান আইডি
২) রোল নং
৩) নিজের নাম
দিয়ে নিজের ভেনু সম্পর্কে জানতে পারবেন CLICK ক্রুন এখানে
এই ব্লগ টিকে লাইক শেয়ার করুন west bengal tet result latest news
To Know more visit given flowing Link :
http://www.jobnol.com/
No comments:
Post a Comment